
চট্টগ্রামের ফটিকছড়িতে রাতের আঁধারে এক বর্গাচাষির কেটে রাখা ধানের স্তূপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে নাজিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দৌলতপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে কৃষক মো. এনামের ৪০ শতাংশ জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্র জানায়, মো. এনাম দিনভর শ্রমিক নিয়ে মাঠের ধান কেটে বাড়ির পাশের খোলা স্থানে স্তূপ করে রেখেছিলেন। গভীর রাতে হঠাৎ আগুনের শিখা দেখে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে প্রায় ৫ মণ ধান পুরোপুরি পুড়ে নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত কৃষক এনাম এ ঘটনায় ফটিকছড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. এনাম বলেন, “সারা বছরের কষ্টের ফসল তুলে কত স্বপ্ন দেখেছিলাম। এক রাতে সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেলো। কে বা কারা আগুন দিয়েছে বুঝতে পারছি না। পুরো বর্গা চাষটাই করেছি ঋণ নিয়ে। এখন সেই ঋণের বোঝা মাথায় চেপে বসেছে। পরিবার নিয়ে দিশেহারা হয়ে গেছি।”
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, “একজন কৃষকের সারা বছরের পরিশ্রম মুহূর্তে নষ্ট হয়ে গেছে—এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। কৃষক যাতে দ্রুত আবার চাষাবাদে ফিরতে পারেন, তার জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।” তিনি বিষয়টি তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীকে গুরুত্ব দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
এর আগে গত শুক্রবার রাতে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নে তাপস দে নামের আরেক কৃষকের ৪০০ শতক জমির ধান পুড়িয়ে দেওয়া হয়েছিল। ওই ঘটনায় ভুক্তভোগী কৃষক সানি দাশ, প্রদীপ কুমার দাশ এবং তয়ন দেবের বিরুদ্ধে ভুজপুর থানায় অভিযোগ করেন। এ ঘটনায় পুলিশ সানি দাশ ও প্রদীপ কুমার দাশকে গ্রেপ্তার করেছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, “এ বিষয়ে অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
