
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ মোস্তফা সিটি ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আবদুস সালাম এবং সাধারণ সম্পাদক পদে আবদুল মন্নান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে এই ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে ৪টি পদে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সমিতির ৪৬ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে দোয়াত কলম প্রতীক নিয়ে আবদুস সালাম ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আনোয়ার হোসেন চেয়ার প্রতীকে পেয়েছেন ১৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবদুল মন্নান, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বশির আনারস প্রতীকে পেয়েছেন ৯ ভোট।
অর্থ সম্পাদক পদে আম প্রতীক নিয়ে ৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মহিউদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন (সারগম) টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১৬ ভোট। ক্রীড়া সম্পাদক পদে ঘড়ি প্রতীক নিয়ে মিজানুর রহমান নিলয় ২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহন চৌধুরী ক্রিকেট ব্যাট প্রতীকে পেয়েছেন ২১ ভোট। এছাড়া নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে নাওশেদ হোসেন ও প্রচার সম্পাদক পদে নাঈম উদ্দিন নির্বাচিত হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আলহাজ্ব মাহবুবুর রহমান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জানে আলম, মোস্তফা গ্রুপের ব্যবস্থাপক আব্দুস ছালাম, বটতলী মোবাইল মার্কেট সভাপতি রিদওয়ানুল কবির এরফান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান ও নাছির উদ্দীন।
