
চট্টগ্রামের পটিয়ায় অস্ত্রের ভয় দেখিয়ে এক রাখালকে জিম্মি করে ৮টি গরু লুটের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কেলিশহর ইউনিয়নের ধামাইছড়ি পাহাড়ে এ ঘটনা ঘটে। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও লুট হওয়া গরু উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, খামারি ও স্থানীয় ইউপি সদস্য রবিউল হোসেন কফিলের গরুগুলো চরাতে ধামাইছড়ি পাহাড়ে নিয়ে গিয়েছিলেন রাখাল সৈয়দুল আমিন। সেখানে পৌঁছামাত্র ৮–১০ জন সশস্ত্র লোক তাকে ঘিরে ধরে। এক পর্যায়ে তারা সৈয়দুলের হাত-পা বেঁধে মারধর করে এবং ৮টি গরু নিয়ে গহীন পাহাড়ে চলে যায়। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে দুর্বৃত্তরা তাকে ফেলে রেখে গরুগুলো নিয়ে পালিয়ে যায়।
লুট হওয়া গরুর মালিক ও কেলিশহর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল হোসেন কফিল বলেন, সৈয়দুল আমিন দীর্ঘদিন ধরে তার গরুর দেখাশোনা করছেন। প্রতিদিনের মতো মঙ্গলবারও সে গরু চরাতে গিয়েছিল। লুট হওয়া ৮টি গরুর আনুমানিক মূল্য ৮ থেকে ৯ লাখ টাকা।
তিনি আরও জানান, সন্ত্রাসীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
বুধবার সকালে বিষয়টি জানানোর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুট হওয়া গরু উদ্ধারের চেষ্টা চলছে।
