ফটিকছড়িতে ৭৩০ কৃষকের হাতে বিনামূল্যে সার ও বীজ


চট্টগ্রামের ফটিকছড়িতে ২০২৫–২৬ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে ৭৩০ জন কৃষকের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী।

একই সময় কৃষি অফিসের সামনে উপজেলা পরিষদের ‘উন্নয়ন খাত’ থেকে তেলজাতীয় ফসল আবাদ বাড়াতে আরও ৩০০ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ইউএনও মোজাম্মেল হক চৌধুরী বলেন, সরকার কৃষির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই প্রণোদনা শুধুই সহায়তা নয়, বরং এটি কৃষকদের আত্মনির্ভরশীল করে তুলতে সহায়ক হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা এম এ শহীদ ভূঁঞা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুল মমিন।

কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের স্বল্প খরচে অধিক ফলনের সুযোগ করে দিতেই এ প্রণোদনা দেওয়া হয়েছে। পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।