চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ল কার, নিহত ১


চট্টগ্রাম নগরের এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার ছিটকে নিচে পড়ে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নিমতলা এলাকায় বন্দর থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

বন্দর থানার উপপরিদর্শক মো. মাসুদ জানান, এক্সপ্রেসওয়ে থেকে হঠাৎ একটি প্রাইভেট কার ছিটকে নিচে সড়কে পড়ে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে এক সাইকেল আরোহী প্রাণ হারান।

ঘটনার সময় থানার ভেতরেই ছিলেন জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, হঠাৎ বিকট শব্দ শুনে তারা বেরিয়ে আসেন। গিয়ে দেখেন একটি গাড়ি উল্টে পড়ে আছে। গাড়ি থেকে দুজন বেরিয়ে আসেন, তারা সামান্য আহত হয়েছেন।

বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসান বলেন, গাড়িটি যেখান থেকে পড়েছে সেখানে বাঁক রয়েছে। ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে তীব্র গতিসম্পন্ন গাড়িটি রেলিংয়ের ওপর দিয়ে নিচে পড়ে গেছে।

এর আগেও এই উড়ালসড়কে একাধিক দুর্ঘটনা ঘটেছে। গত বছর আগস্টে পরীক্ষামূলক চালুর পর দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। এছাড়া চলতি নভেম্বরেই দুটি প্রাইভেট কার উল্টে যাওয়ার ঘটনা ঘটে।

সংশ্লিষ্টরা বলছেন, ‘ঝুঁকিপূর্ণ’ বাঁক এবং চালকদের গতিসীমা না মানার কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা বাড়ছে। সিডিএ সূত্র জানায়, এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতিসীমা ৬০ কিলোমিটার এবং বাঁকগুলোতে ৪০ কিলোমিটার নির্ধারণ করা আছে। তবে সরেজমিনে দেখা গেছে, চালকরা এই গতিসীমা মানছেন না। সেই সঙ্গে নিষেধাজ্ঞা থাকলেও মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা চলাচল করায় ঝুঁকি বাড়ছে।