
চট্টগ্রামের আনোয়ারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে ‘ঢাকা বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
একুশে পত্রিকায় সংবাদ প্রকাশের তিন মাস পর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এর আগে গত ১২ আগস্ট একুশে পত্রিকায় ‘প্রশাসন উদাসীন, নোংরা বেকারির খাবারে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে আনোয়ারায়’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
ওই প্রতিবেদনে উঠে এসেছিল বেকারির ভেতরের ভয়াবহ চিত্র—জুতা পায়ে কারখানায় শ্রমিকদের অবাধ বিচরণ এবং খালি গা থেকে ঝরছে ঘাম, যা মিশে যাচ্ছে আটার খামিরে। এসব অস্বাস্থ্যকর পাউরুটি, কেক ও বিস্কুট উপজেলার দুই হাজারের বেশি দোকানে সরবরাহ করা হচ্ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।
একুশে পত্রিকার সেই প্রতিবেদনের জেরে দীর্ঘ তিন মাস পর প্রশাসনের টনক নড়ে। বৃহস্পতিবারের অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বেকারির পরিবেশ ও খাদ্যনিরাপত্তা বিঘ্নিত হওয়ার প্রমাণ পান এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন।
বেকারি ছাড়াও একই অভিযানে উপজেলার ফরচুন দিপু মনি মার্কেটকে ৩০ হাজার টাকা এবং আনোয়ারা মা ও শিশু জেনারেল হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, “ভোক্তা অধিকার রক্ষা ও নিরাপদ সেবা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
