পাহাড় কাটার দায়ে হাটহাজারীতে যুবকের কারাদণ্ড


চট্টগ্রামের হাটহাজারীতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. কায়েছ নামের এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সবুজটিলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান।

দণ্ডপ্রাপ্ত মো. কায়েছ উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের কাটিরহাট এলাকার আবদুর রহমান টেন্ডলের বাড়ির মহরম আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সবুজটিলা এলাকায় অবৈধভাবে পাহাড় কাটা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ঘটনার সত্যতা পাওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ও বালুমহাল এবং মাটি ব্যবস্থাপনা আইনে কায়েছকে এই দণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনাকালে হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে। এছাড়া পাহাড় কাটার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে নিয়মিত মামলার জন্য পরিবেশ অধিদপ্তরে পাঠানো হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান বলেন, জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।