রাঙ্গুনিয়ায় ৩ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ভাটার চিমনি ও চুল্লি (কিলন) গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করায় এসব ভাটায় অভিযান চালানো হয়।

অভিযানে উপজেলার বেতাগী ইউনিয়নের বানিয়াখোলা এলাকার মেসার্স খাজা ম্যানু রিসোর্স ব্রিকস (কেএমআর) এবং মেসার্স কেবিএম ব্রিকস (কেবিএম)-এর চিমনি ও চুল্লি ভেঙে দেওয়া হয়। এছাড়া উত্তর রাঙ্গুনিয়ার মোহাম্মদপুর সোনারগাঁও এলাকার মেসার্স শাহ আমানত ব্রিকস (এসএবি)-এর চিমনি ও চুল্লিও গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানের সময় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, গবেষণা কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন এবং পরিদর্শক চন্দন বিশ্বাস উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা রক্ষায় অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব-০৭, আনসার ও পুলিশের সদস্যরা। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরাও অভিযানে সহায়তা করেন।

পরিবেশের ক্ষতি করে এমন অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।