
দীর্ঘ প্রায় এক যুগ পর নিজ গ্রামে ফিরে সংবর্ধিত হয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা সৈয়দ মো. কাউছার শাহীন। সম্প্রতি দেশে ফিরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সৈয়দ কাউছার শাহীন যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেট সাউথ বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও গ্রামে তার পৈতৃক নিবাস।
দেশে ফিরে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে কাউছার শাহীন বলেন, বিএনপির নিশ্চিত বিজয় বুঝতে পেরে একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই সবাইকে আরও ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।
জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। আর চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা আবারও নতুন স্বাধীনতার স্বাদ অর্জন করেছি। যাদের আত্মত্যাগের বিনিময়ে এই নতুন বাংলাদেশ পাওয়া গেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। একইসঙ্গে দেশের মানুষ ও দলের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এই বিএনপি নেতা।
পারিবারিক সূত্রে জানা গেছে, সৈয়দ কাউছার শাহীন ২০০০ সালে সপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ২০০৬ সালে তিনি নিউজার্সি বিএনপির সহ-সাধারণ সম্পাদক এবং ২০১০ সালে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০২২ সাল থেকে তিনি সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
