ইজিবাইককে পাশ কাটাতে গিয়ে উল্টে গেল বাস, আহত ১৫


কক্সবাজারের চকরিয়ায় ইজিবাইককে (টমটম) পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী একটি বাস উল্টে গেছে। এতে বাসটির অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী বাসটি বেপরোয়া গতিতে চলছিল। বানিয়ারছড়া এলাকায় পৌঁছালে একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশে ছিটকে পড়ে উল্টে যায়।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বলেন, পর্যটকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। এ ঘটনায় ১৫ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে।