হাটহাজারীতে সাবেক সেনা সদস্যদের মিলনমেলা


চট্টগ্রামের হাটহাজারীতে সাবেক সশস্ত্র বাহিনী সদস্যদের পুনর্মিলনী ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই আয়োজন করে ‘সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতি’ চট্টগ্রাম উত্তর জেলা শাখা।

দিবসটি উপলক্ষে সকাল ৮টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সাবেক সেনা সদস্যদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

সংগঠনের উপদেষ্টা জ্যেষ্ঠ ওয়ারেন্ট অফিসার (অব.) আনোয়ার পাশা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন র‍্যাব-৭ এর সিপিসি-২ এর পুলিশ সুপার সাইফুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান সৈয়দ মোরশেদ।

সার্জেন্ট (অব.) ছোটন বড়ুয়া ও সৈনিক ইয়াছিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল, হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু তালেব, লেখক ও সমাজসেবক পারসেদ বিন আনোয়ার।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন জ্যেষ্ঠ ওয়ারেন্ট অফিসার চৌধুরী মনিরুজ্জামান এবং স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি সার্জেন্ট মো. নুরুন নবী।

অন্যদের মধ্যে জসিম মাহবুব, মো. আবু তাহের, সার্জেন্ট আবুল কালাম, সার্জেন্ট (অব.) কাজী মিম হোসেন ও সার্জেন্ট (অব.) আবুল হাসেম চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন এবং অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।