
চা ও রাবার শিল্পে সমৃদ্ধ ফটিকছড়ি থেকে রাষ্ট্র বিপুল পরিমাণ রাজস্ব পেলেও সেই তুলনায় এলাকায় উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. সরোয়ার আলমগীর। তিনি বলেছেন, এলাকার ন্যায্য হিস্যা আদায় করতেই তিনি এবার নির্বাচনে নেমেছেন।
শুক্রবার ফটিকছড়ি পৌর সদরে ধানের শীষের সমর্থনে আয়োজিত গণমিছিল ও পথসভায় তিনি এসব কথা বলেন।
সরোয়ার আলমগীর বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিলেন, তারা এ অঞ্চলের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখেননি। ফলে ফটিকছড়ির প্রত্যাশিত উন্নয়ন হয়নি। একটি সমৃদ্ধশালী উপজেলা গড়তে হলে পরিকল্পিত উন্নয়নের রোডম্যাপ তৈরি করা জরুরি।
নিজের মনোনয়নের বিষয়ে বিএনপি প্রার্থী বলেন, দল তাকে সরাসরি মনোনয়ন দেয়নি, বরং তৃণমূলের ধানের শীষকে মনোনয়ন দিয়ে তাকে ফটিকছড়িতে পাঠিয়েছে। ধানের শীষ প্রতীক পেয়ে ফটিকছড়ির সর্বস্তরের তৃণমূল নেতাকর্মীরা আজ উজ্জীবিত।
ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে তিনি বলেন, মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর একটি পক্ষ নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যারা ধানের শীষ প্রতীক কেড়ে নিতে চায়। তৃণমূল নেতাকর্মীরা এসব ষড়যন্ত্র বরদাস্ত করবে না। নেতাকর্মীরা একবার রাজপথে নামলে আর পিছিয়ে যাবে না।
ফটিকছড়ি পৌর বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা এজাহার মিয়া, আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, নাজিম উদ্দিন শাহীন, আহমেদ হোসেন তালুকদার, শহীদুল আজম চেয়ারম্যান ও শাহনেওয়াজ সেবুল। মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
