
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা সৈয়দ মো. কাউছার। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেট সাউথ বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।
শনিবার সন্ধ্যায় পটিয়ায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি নিজের এই আগ্রহের কথা জানান।
সৈয়দ মো. কাউছার বলেন, পটিয়ায় প্রাথমিকভাবে যাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে, তার প্রতি কোনো আক্ষেপ নেই। তবে তিনিও দল থেকে মনোনয়ন চাওয়ার অধিকার রাখেন। ২০২৪ সালের আন্দোলনে সশরীরে দেশে না থাকলেও প্রবাসে থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে দাবি করেন।
দলের মনোনয়ন পেলে পটিয়া নিয়ে নিজের স্বপ্নের কথা তুলে ধরে এই বিএনপি নেতা বলেন, ১৯৮৮ সালে চট্টগ্রাম নগরের এনায়েত বাজার ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০০ সালে সপরিবারে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর সেখানে বিএনপিকে সুসংগঠিত করতে কাজ করেছেন।
দক্ষিণ জেলা ছাত্রদলের সংগঠক তারেক রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক মো. দিদারুল আলম চৌধুরী, পতেঙ্গা ওয়ার্ড বিএনপির সভাপতি নাজমুল হুদা, সাবেক কাউন্সিলর মো. ইসমাঈল, হালিশহর থানা বিএনপি নেতা হাজী ওমর মিয়া, ২৫ নম্বর রামপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবছারুল ও মহানগর বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক মো. আলী মিঠু।
এছাড়া নিউজার্সি স্টেট সাউথ বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. জাহিদুল হক চৌধুরী জাকির, যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. মহসিনসহ স্থানীয় হাইদগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
