চট্টগ্রাম রেফারি সমিতির সঙ্গে এক্সেলের চুক্তি, মিলবে সহায়তা


চট্টগ্রাম জেলা ফুটবল রেফারি সমিতির (সিজেএফআরএ) কার্যক্রম গতিশীল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এক্সেল এলিভেটর অ্যান্ড পাওয়ার জেনারেশন। প্রতিষ্ঠানটি রেফারিদের জার্সি ও সরঞ্জাম কেনার জন্য দুই লাখ টাকা অনুদান দেবে।

সম্প্রতি সমিতির কার্যালয়ে এ বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন রেফারি সমিতির সভাপতি মো. আলমগীর হোসেন।

চুক্তিপত্রে সমিতির পক্ষে সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিরন এবং এক্সেল-এর পক্ষে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকৌশলী ইসমাইল হোসেন ইমন স্বাক্ষর করেন।

সংশ্লিষ্টরা জানান, চুক্তির শর্ত অনুযায়ী এক্সেল কর্তৃপক্ষ রেফারি সমিতিকে দুই লাখ টাকা প্রদান করবে। এই অর্থ দিয়ে রেফারিদের জন্য জার্সি, অফিসিয়াল টি-শার্ট ও ট্র্যাকস্যুট কেনা হবে।

অনুষ্ঠানে এক্সেল কোম্পানিকে সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়। এ সময় সমিতির যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন টিপু, নির্বাহী সদস্য দিদারুল আলম ও গোলাম মাওলা উপস্থিত ছিলেন।