হালদায় পোনা অবমুক্ত করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক


এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মাছের পোনা অবমুক্ত করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। মঙ্গলবার দুপুরে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের রুহুল্লাপুর এলাকার সত্তারঘাট স্লুইচ গেট সংলগ্ন নদীতে তিনি এই পোনা অবমুক্ত করেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫–২৬ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় ধাপে ধাপে হালদার রেণু থেকে উৎপাদিত ৫০০ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা নদীতে ছাড়া হবে। এর অংশ হিসেবে মঙ্গলবার ৩০ কেজি পোনা অবমুক্ত করা হয়।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, হালদার রেণু থেকে উৎপাদিত এসব পোনা নদীর রুইজাতীয় মাছের মজুত বাড়াবে। ভবিষ্যতে এই পোনা বড় হয়ে হালদা নদীতে প্রজননক্ষম মাছ হিসেবে ডিম ছাড়বে। নদীতে প্রজননক্ষম মা মাছের নিরাপত্তা নিশ্চিতে হালদা সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরগুলোকে নিয়মিত অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ্ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান। উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুন্নেছা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদসহ হালদাপাড়ের ডিম সংগ্রহকারী ও মৎস্যজীবীরা।

এর আগে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক হাটহাজারী মডেল থানা, সহকারী কমিশনার (ভূমি) অফিস, ইউনিয়ন ভূমি অফিস, দারুল উলুম মইনুল ইসলাম (হাটহাজারী বড় মাদ্রাসা) ও পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরে তিনি উত্তর মেখল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন।

এছাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৭২০ জন কৃষকের মাঝে সার ও বীজসহ কৃষি উপকরণ এবং ৫ জন শারীরিকভাবে অক্ষম ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক। একই সঙ্গে বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সেরও উদ্বোধন করেন তিনি।

দিনের কর্মসূচির অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক। এ সময় তিনি সেবাগ্রহীতাদের সঙ্গে সর্বোত্তম ব্যবহার এবং সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা দেন।