
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জামায়াতে ইসলামীর প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার ইছাখালী এলাকায় নুরজাহান ক্লাবের দ্বিতীয় তলায় এই কার্যালয় খোলা হয়।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে দলটির মনোনীত প্রার্থী ডা. এ টি এম রেজাউল করিমের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রচারণার অংশ হিসেবে এই কার্যালয় উদ্বোধন করা হয়।
উদ্বোধনী বক্তব্যে ডা. রেজাউল করিম বলেন, রাঙ্গুনিয়া চট্টগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপজেলা। এখানে বহু মিল-কারখানা ও প্রতিষ্ঠানের পাশাপাশি দেশের শস্যভাণ্ডার হিসেবে পরিচিত গুমাই বিল রয়েছে। ভৌগোলিকভাবেও চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবানের সংযোগস্থল হওয়ায় এই উপজেলার গুরুত্ব অনেক।
নিজেকে রাঙ্গুনিয়ার সন্তান উল্লেখ করে তিনি বলেন, মানুষের সেবা করার সুযোগ পেলে রাঙ্গুনিয়াকে একটি ‘মডেল উপজেলা’ হিসেবে গড়ে তোলা হবে। এ সময় তিনি রাষ্ট্রীয় কাঠামোর আমূল সংস্কার এবং দুর্নীতি ও সন্ত্রাস সমূলে উৎপাটনের প্রতিশ্রুতি দেন। তিনি মনে করেন, দুর্নীতি ও সন্ত্রাস দূর করা গেলে উন্নয়নে আর কোনো বাধা থাকবে না।
উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে জামায়াত প্রার্থী বলেন, নির্বাচিত হলে রাঙ্গুনিয়ার শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তন আনা হবে। উপজেলা হাসপাতালে আধুনিক সেবা নিশ্চিত করার পাশাপাশি উত্তর ও দক্ষিণ রাঙ্গুনিয়ায় আরও দুটি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
যোগাযোগ ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, কাপ্তাই সড়ক চার লেনে উন্নীত করার দাবি সরকারের কাছে তুলে ধরা হয়েছে। এটি বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদী। এছাড়া উত্তর ও দক্ষিণ রাঙ্গুনিয়ার বিভিন্ন সরু ও বেহাল সড়ক প্রশস্ত করে চলাচল উপযোগী করার আশ্বাস দেন তিনি।
রাঙ্গুনিয়ার আনাচে-কানাচে ‘দাঁড়িপাল্লা’র জোয়ার সৃষ্টি হয়েছে দাবি করে ডা. রেজাউল করিম বলেন, এই জনসমর্থনই আগামী দিনে রাঙ্গুনিয়ার নেতৃত্ব নির্ধারণ করবে। অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
