পটিয়ায় বৃদ্ধ হত্যা: প্রধান আসামি কারাগারে


চট্টগ্রামের পটিয়ায় বৃদ্ধ নুরুল হককে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি কাউসারুল হককে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মো. হেমায়েত উদ্দিন তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী নাজিম উদ্দিন জানান, শুনানি শেষে বিচারক মামলার ১ নম্বর আসামি কাউসারুল হকের জামিন নামঞ্জুর করেন।

এর আগে এ মামলার আরও ৯ জন আসামিকে কারাগারে পাঠিয়েছিল আদালত। এ নিয়ে মামলার মোট ১০ জন আসামি এখন কারাগারে রয়েছেন।

চলতি বছরের ৩০ মে সকাল সাড়ে ১১টার দিকে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন নুরুল হক। লোহার রড ও ইট দিয়ে আঘাতের পর স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর নিহতের ছেলে জামাল উদ্দিন বাদী হয়ে পটিয়া থানায় ১৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।