
চট্টগ্রামের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া আরাবিয়াতুলের (পটিয়া মাদ্রাসা) বার্ষিক সভা শুরু হয়েছে। বৃহস্পতিবার জোহরের নামাজের পর থেকে শুরু হওয়া এই ধর্মীয় জমায়েত শুক্রবার আসরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
মাদ্রাসা সূত্র জানায়, প্রতি বছরের মতো এবারও বার্ষিক সভার আয়োজন করা হয়েছে। এতে দেশবরেণ্য আলেম-ওলামাদের পাশাপাশি বিদেশি আলোচকরাও অংশ নিচ্ছেন। সভা উপলক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী ও সুধীজনরা পটিয়ায় সমবেত হয়েছেন।
এদিকে বার্ষিক সভাকে কেন্দ্র করে মাদ্রাসার বাইরে রেলওয়ের জায়গায় দুই দিনব্যাপী গ্রামীণ মেলা বসেছে। মেলায় শীতকালীন কাপড় ও গৃহস্থালি পণ্যের পসরা সাজিয়েছেন বিক্রেতারা।
মাদ্রাসার মহাপরিচালক মাওলানা আবু তাহের নদভী সভা সফলভাবে সম্পন্ন করার জন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, এটি চট্টগ্রামের অন্যতম বৃহৎ মাদ্রাসা। বার্ষিক সভায় আগতদের সার্বিক নিরাপত্তায় পুলিশ সহযোগিতা করছে।
