পটিয়ায় রেললাইনের ওপর মেলার দোকান, দুর্ঘটনার শঙ্কা


চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন দখল করে বসানো হয়েছে ভ্রাম্যমাণ মেলার দোকান। পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক সভাকে কেন্দ্র করে এসব দোকান বসানোয় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

অভিযোগ উঠেছে, স্টেশন মাস্টারের যোগসাজশেই ঝুঁকি নিয়ে রেললাইনের ওপর এসব দোকান বসানো হয়েছে। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনেক দোকান সরিয়ে দিয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সরেজমিনে দেখা যায়, পটিয়া রেল স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় রেললাইন ঘেঁষে পঞ্চাশেরও বেশি দোকান বসেছে। স্থানীয়দের অভিযোগ, পটিয়া রেলওয়ে স্টেশন মাস্টার রাশেদুল আলম পাভেলের যোগসাজশে এবং পয়েন্টম্যান মাহবুবুর রহমান সাজুর মাধ্যমে মোটা অঙ্কের টাকা নিয়ে এসব দোকান বসানোর অনুমতি দেওয়া হয়েছে।

মেইন লাইন ঘেঁষে দোকান বসানোর কারণে বৃহস্পতিবার ও শুক্রবার ট্রেনগুলো মেইন লাইনের বদলে লুপ লাইন ব্যবহার করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এতে যাত্রীদের উঠানামায় ভোগান্তি বাড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়রা জানান, গত বছর সভার শেষ দিনে এক পান দোকানি দুর্ঘটনার শিকার হয়েছিলেন।

এ বিষয়ে মাদ্রাসার মুহতামিম (প্রধান) আবু তাহের কাসেমী নদভী বলেন, রেললাইনের পাশে দোকান বসানোর ব্যাপারে তাদের নিষেধ রয়েছে। রেললাইন ঘিরে যেসব দোকান বসানো হয়েছে, সেগুলো তুলে দেওয়ার জন্য স্টেশন মাস্টারকে জানানো হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে স্টেশন মাস্টার রাশেদুল আলম পাভেলের মুঠোফোনে বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে অনেক দোকান সরিয়ে দিয়েছে। বাকি দোকানগুলোও সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।