
চট্টগ্রামের পটিয়ায় ‘নারী উদ্যোক্তা মেলা’র নামে আয়োজিত অনুষ্ঠানে পুরুষদের স্টল বরাদ্দ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মেলায় আসা নারীরা। আয়োজকরা বলছেন, মেলা জমিয়ে তুলতেই নারীদের পাশাপাশি পুরুষদের স্টল দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় মহিলা সংস্থা আয়োজিত দুই দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব ও নারী উদ্যোক্তা মেলা’র উদ্বোধন করা হয়। বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান।
মেলায় নারী উদ্যোক্তাদের প্রাধান্য থাকার কথা থাকলেও সরেজমিনে দেখা গেছে ভিন্ন চিত্র। মেলায় আগত নারীদের অভিযোগ, নারী উদ্যোক্তা মেলা বলা হলেও সেখানে বেশ কয়েকটি স্টল পুরুষদের দখলে। ব্যানারে নারীর নাম লেখা থাকলেও স্টল পরিচালনা করতে দেখা গেছে পুরুষদের।
মো. সোহেল নামের এক বিক্রেতা জানান, চট্টগ্রাম শহর থেকে তারা এসেছেন। তার এক বড় ভাই স্টলটি নিয়েছেন। নারীদের স্টলে পুরুষের উপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
মেলায় আসা কয়েকজন নারী দর্শনার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, নারী উদ্যোক্তা মেলার কথা শুনে তারা এসেছিলেন। কিন্তু এসে দেখেন অনেক স্টলই পুরুষরা পরিচালনা করছেন, যা মেলার মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক।
মেলায় পুরুষদের স্টল দেওয়ার সত্যতা স্বীকার করেছেন জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ কর্মকর্তা রোকন মিয়া। তিনি বলেন, এদের স্টল না দিলে মেলা জমে না। তাই নারীদের পাশাপাশি পুরুষদের স্টল দেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রামের চেয়ারম্যান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন ফারজানা পিংকি।
