‘নৈতিক শিক্ষার অভাবেই সমাজে বিশৃঙ্খলা’


সমাজে নৈতিক শিক্ষার অভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে উল্লেখ করে ইনসাফভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে সুন্দর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতারা।

শনিবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালাবিবির দীঘির মোড়ের ডায়মন্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত এক শিক্ষক প্রতিনিধি সম্মেলনে বক্তারা এ কথা বলেন। চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসানের সমর্থনে এই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে বক্তারা বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তাদের যদি ন্যায্য দাবি আদায়ে রাজপথে নামতে হয়, তবে তা জাতির জন্য দুঃখজনক। সমাজে আজ আদর্শ শিক্ষকের বড়ই প্রয়োজন।

বক্তারা আরও বলেন, যে শিক্ষা নৈতিক শিক্ষা, তারা সেটিকে সমর্থন করবেন। ৯১ শতাংশ মুসলমানের দেশে শিক্ষা হতে হবে ইসলামি চেতনার শিক্ষা। এটি ছাড়া সমাজ ভালোভাবে চলবে না, যা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। শিক্ষকদের দুর্দশা লাঘবে জামায়াতে ইসলামী সবসময় তাদের পাশে থাকবে বলেও নেতারা আশ্বাস দেন।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আনোয়ারা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা মঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ।

আনোয়ারা উপজেলা প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি জাহেদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও আনোয়ারা-কর্ণফুলী আসনের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বীর মুক্তিযোদ্ধা মাস্টার মোহাম্মদ আব্দুল গণি। অন্যদের মধ্যে সাবেক আমীর মাস্টার মনসূর আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল হাসান খোকা, সহকারী সেক্রেটারি মোহাম্মদ শহীদুল্লাহ্ ও নাসির উদ্দিন শাহ সম্মেলনে উপস্থিত ছিলেন।