
এখন থেকে এনজিওগুলোর বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত বৈদেশিক অনুদানের ক্ষেত্রে আর সরকারের অনুমোদনের প্রয়োজন হবে না। এনজিও নিবন্ধনের নিয়ম ও অনুদান অবমুক্তির শর্ত সহজ করে এমন বিধান রেখে অধ্যাদেশ সংশোধনের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার।
শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সভায় ‘বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এই সংশোধনের ফলে বিদ্যমান আইনের কয়েকটি ধারায় পরিবর্তন আনা হয়েছে, যার মাধ্যমে এনজিও কার্যক্রম আরও সহজ হবে।
এদিকে সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
সভায় ‘পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াও উত্থাপন করা হয়েছিল। তবে অধ্যাদেশটি আরও বিস্তারিত ও সংশোধিত আকারে পরবর্তী পরিষদ সভায় উত্থাপনের নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ।
এছাড়া সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল সংযুক্ত আরব আমিরাতে জুলাই গণ-অভ্যুত্থানে সংহতি জানিয়ে আন্দোলন করায় বন্দী থাকা বাংলাদেশিদের বিষয়ে তথ্য তুলে ধরেন। তিনি জানান, সেখানে বন্দী থাকা বাকি ২৪ জন বাংলাদেশিকেও অচিরেই মুক্তি দেওয়া হবে। আগামী দুই-তিন দিনের মধ্যেই তারা দেশে ফিরবেন বলে পরিষদকে অবহিত করেন তিনি।
