মায়ের পাশে থাকার আকাঙ্ক্ষা আছে, কিন্তু ফেরাটা আমার একার সিদ্ধান্ত নয়: তারেক রহমান


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মায়ের পাশে থাকার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এখনই দেশে ফেরার সুযোগ তার একার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে না বলে জানিয়েছেন তিনি।

শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, সংকটকালে মায়ের স্নেহ-স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো তারও রয়েছে। কিন্তু অন্যদের মতো এটি বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। বিষয়টি স্পর্শকাতর এবং বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত বলে উল্লেখ করেন তিনি।

রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে পৌঁছানো মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে তার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেন বিএনপির এই শীর্ষ নেতা।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তারেক রহমান জানান, তিনি গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। প্রধান উপদেষ্টা তার চিকিৎসার সর্বতো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। দেশ-বিদেশের চিকিৎসক দল সর্বোচ্চ আন্তরিক সেবা দিয়ে যাচ্ছেন এবং বন্ধুপ্রতিম একাধিক রাষ্ট্রও সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে।

খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশবাসী দোয়া অব্যাহত রাখায় জিয়া পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান তারেক রহমান। তিনি বলেন, মায়ের আশু রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া অব্যাহত রাখার অনুরোধ জানাচ্ছি।

উল্লেখ্য, খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক ও দলের পক্ষ থেকে তার শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটাপন্ন বলে জানানো হয়েছে। এ পরিস্থিতিতে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনার মধ্যেই তিনি এই বার্তা দিলেন।