গ্রামে আধুনিক চিকিৎসা পৌঁছে দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের


চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামাঞ্চলে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সাইন্টিফিক সেমিনার ও মতবিনিময় সভা করেছে শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী (প্রা.) লিমিটেড। শনিবার দুপুরে কেরানীহাটের শেভরণ ভবনের মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যসেবা সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সেমিনারে বক্তারা গ্রামীণ স্বাস্থ্যসেবার চাহিদা, রোগ নির্ণয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিভিন্ন রোগের নতুন গাইডলাইন এবং স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবার বিস্তার নিয়ে আলোচনা করেন।

শেভরণ আনোয়ারা, হাটহাজারী ও কেরানীহাট শাখার প্রধান উদ্যোক্তা ও ম্যানেজিং পার্টনার মীর মোশাররফ হোসেন বলেন, শেভরণ শুধু স্বাস্থ্যসেবাই দিচ্ছে না, বরং শত শত পরিবারের কর্মসংস্থানও সৃষ্টি করেছে। গ্রামাঞ্চলে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে প্রতিষ্ঠানের আরও শাখা বিস্তারের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

সেমিনারে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. জান্নাতুল ইয়াসমিন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. নাজমুল হাসনাইন নওশাদ, মেডিসিন বিশেষজ্ঞ ডা. রোমানা আফাজ আইরিন, নিউরোলজি বিশেষজ্ঞ ডা. রিয়াদ মো. মারজুক, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সুকান্ত মহাজন ও অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. তারেকুল ইসলাম বক্তব্য দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেভরণ আনোয়ারা শাখার চেয়ারম্যান ও নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল্লাহ আল মাহমুদ সোহেল। স্বাগত বক্তব্যে তিনি আধুনিক চিকিৎসাসেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

কেরানীহাট শাখার ব্যবস্থাপক রিপন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. নুসরাত নুয়ারী ফারজানা, ডা. আরমান আলী এবং সনোলজিস্ট ডা. রাসমিন শরীফ। এছাড়া স্থানীয় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, পল্লী চিকিৎসক সমিতি ও গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এই আয়োজনের পাশাপাশি দুই দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প করা হয়, যেখানে স্থানীয় মানুষজন বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা নেওয়ার সুযোগ পান।