ক্ষমতায় গেলে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের পুনর্বহালের ঘোষণা জামায়াত প্রার্থীর


ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা–কর্মচারীদের পুনর্বহাল এবং সব বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম। ক্ষমতায় গেলে এই অবিচারের জবাব দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।

শুক্রবার বিকেলে বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। শনিবার ওই সভার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনার সৃষ্টি হয়।

সভায় মাওলানা জহিরুল ইসলাম ইসলামী ব্যাংকের শীর্ষ পর্যায়ের কিছু কর্মকর্তার সমালোচনা করে বলেন, ইচ্ছাকৃতভাবে ব্যাংককে বিতর্কিত করতে একটি মহল তৎপর রয়েছে। যারা অন্যায়ভাবে কর্মীদের রিজিকে আঘাত করেছেন, তারা নিজেরাও কোনো না কোনোভাবে এর বিচার পাবেন।

কর্মীদের সম্মানহানি কিংবা সম্পদ নষ্ট করার মতো সিদ্ধান্ত যারা নিয়েছেন, আল্লাহ তাদের বিচার করবেন মন্তব্য করে তিনি চাকরিচ্যুতদের পাশে থাকার আশ্বাস দেন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে মাওলানা জহিরুল ইসলাম বলেন, “আমার বক্তব্য ঠিক আছে। ক্ষমতায় গেলে ইসলামী ব্যাংকের যারা অবিচারের শিকার হয়ে চাকরি হারিয়েছেন, তাদের পুনর্বাসনের চেষ্টা করব।”

বাঁশখালী উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শহিদুল মোস্তাফা, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোক্তার হোছাইন সিকদার ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আরিফুল্লাহ।