
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে চলা অবরোধ কর্মসূচি ১৫ দিনের আল্টিমেটাম দিয়ে প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে রবিবার দুপুরে আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।
এর আগে সকাল ১০টা থেকে সাতকানিয়ার কেরানীহাট এলাকায় ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলন’-এর ব্যানারে সর্বাত্মক অবরোধ শুরু হয়। এতে মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা জানান, দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের কোটি মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম এই মহাসড়কটি দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ‘মরণফাঁদ’ হিসেবে পরিচিত। প্রতিদিন দুর্ঘটনা ও প্রাণহানির প্রতিবাদে সাধারণ মানুষ, ব্যবসায়ী, পরিবহনশ্রমিক ও জনপ্রতিনিধিরা এক হয়ে এই কর্মসূচি পালন করেন। তাদের অভিযোগ, অনুমোদন জটিলতা ও ধীরগতির কারণে ছয় লেনের প্রকল্পটি এগোচ্ছে না।
দুপুর ১২টার দিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে তামিম মির্জা বলেন, জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্থানীয় প্রশাসন এবং সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর অনুরোধে ১৫ দিনের জন্য অবরোধ স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, ১৫ দিনের মধ্যে প্রকল্পের অগ্রগতির বিষয়ে দৃশ্যমান সিদ্ধান্ত নেওয়া হবে বলে তাদের আশ্বাস দেওয়া হয়েছে। জনগণের দুর্ভোগ বিবেচনায় কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়েছে। তবে দাবিতে কোনো ছাড় নেই। সময়মতো সাড়া না মিললে লাগাতার আন্দোলনে যেতে বাধ্য হব।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, প্রশাসনের অনুরোধে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে গেছেন এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দাবিগুলো নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করা হবে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
