
‘নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের চেয়েও জামায়াতে ইসলামী ভয়ংকর’—এমন মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ। তার বক্তব্যের ৫ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার চাম্বল ইউনিয়ন যুবদলের উদ্যোগে ধানের শীষের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার সমর্থনে আয়োজিত নির্বাচন প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন।
ছড়িয়ে পড়া ভিডিওতে যুবদল নেতা আবু আহমদকে বলতে শোনা যায়, আমাদের সঙ্গে আওয়ামী লীগের বড় যুদ্ধ হয়েছিল। সেখানে আমি হাত ও মাথায় আঘাত পেয়েছি। কিন্তু আমার কথা হচ্ছে—আওয়ামী লীগের চেয়েও ভয়ংকর হচ্ছে জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ আমাদের ওপর অসংখ্যবার অত্যাচার করেছে, এতে সন্দেহ নেই। কিন্তু তার চেয়েও মারাত্মক এই ‘বট বাহিনী’।
নির্বাচনী কৌশলের বিষয়ে তিনি বলেন, দক্ষিণ বাঁশখালীকে আমরা টার্গেট করেছি। অতীতে যে সব নির্বাচন হয়েছে, বিএনপির প্রার্থী জাফরুল ইসলাম চৌধুরী যে পরিমাণ ভোট পেতেন, এখন তারুণ্যের ভোট যোগ করে আমাদের আরও বেশি ভোট পেতে হবে। যারা ধানের শীষের বিপক্ষে কথা বলবে, তারা কোনোদিন জাতীয়তাবাদী দলের কর্মী ছিল না।
যুবদল নেতার এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে দলটির মনোনীত প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম বলেন, আমরা তো একসময় বিএনপির শরিক দল ছিলাম। একসাথে জেল খেটেছি, মামলায় লড়েছি, যুদ্ধক্ষেত্রে থেকেছি। এখন নির্বাচন সামনে বলে প্রতিপক্ষ মনে করে যদি কেউ খারাপ আচরণ করে, তবে আমিরের নির্দেশ অনুযায়ী এসবের জবাব সুন্দরভাবে দিতে হবে। আমরা তাদের গালির জবাবে দোয়া দেব, তাদের হেদায়েতের জন্য সবসময় দোয়া করছি।
এদিকে বিতর্কিত মন্তব্যের বিষয়ে জানতে বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। পরে ক্ষুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
