টিসিজেএ-ইস্পাহানি অ্যাওয়ার্ডের বিচারিক কার্যক্রম শুরু


চট্টগ্রামে কর্মরত টেলিভিশন চিত্রসাংবাদিকদের সংগঠন টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশনের (টিসিজেএ) আয়োজনে ‘টিসিজেএ-ইস্পাহানি বেস্ট রিপোর্টিং ও ডকুমেন্টারি অ্যাওয়ার্ড–২০২৫’-এর বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

শনিবার সন্ধ্যায় নগরীর জামাল খান এলাকার মোমিন রোডের একটি হলরুমে জুরি বোর্ডের প্রথম বিচারিক পর্ব অনুষ্ঠিত হয়। ‘লেন্সের ভেতর সত্য, প্রতিবেদনে দায়িত্ব’—এই স্লোগানে নিয়মিত দ্বিবার্ষিক এই পুরস্কারের আয়োজন করা হয়েছে।

এবারের প্রতিযোগিতার বিচারকাজ পরিচালনা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক রওশন সোমা, নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুবীর মহাজন এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্যামেরা অপারেটর ও ডিরেক্টর অব ফটোগ্রাফি সৌমেন গুহ।

অ্যাওয়ার্ড পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী আকবর জানান, এবারের আয়োজনে অংশগ্রহণকারী প্রতিবেদক ও নির্মাতারা যেসব কাজ জমা দিয়েছেন, তার ভিত্তিতেই বিভিন্ন ক্যাটাগরিতে তাদের মূল্যায়ন করা হবে। ইস্পাহানি মির্জাপুর চা এ আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে।

বিচারিক কার্যক্রমের উদ্বোধনী পর্বে টিসিজেএ সভাপতি শফিক আহমেদ সাজীব, সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী, অ্যাওয়ার্ড পরিচালনা কমিটির সদস্য দীপংকর দাশ, সুমন গোস্বামী ও রবিউল হোসেন উপস্থিত ছিলেন।