পটিয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্টগ্রামের পটিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার আসরের নামাজের পর পটিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নতুন থানা হাট জামে মসজিদে এই আয়োজন করা হয়।

পটিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল ও জেড ফোর্সের যৌথ উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মাহফিলে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে ইয়াকুব আলী, মোজাহেরুল ইসলাম, শফিউল আলম, সাইফুল আলম, নুরুল আবছার, কামরুল ইসলাম, ইনজিহারুল ইসলাম সবুজ ও মানিক উপস্থিত ছিলেন।

এছাড়া পটিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দীন সোহেল, যুবদল নেতা নাইমুল ইসলাম, সাইফুল ইসলাম, নাজিম উদ্দীন, লোকমান পাপ্পু, আবু মুছা, মো. হারুন, এনাম, আজিজ, পাপেল, শহীদ, কালাম, আরমান, জসিম, রিপন, জাহেদ মুজাহিদ, তুষার, নয়ন ও সাইফুসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পটিয়া নতুন থানা হাট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আমির উদ্দীন।