৩৭ বছরের শিক্ষকতা জীবনের ইতি, হাটহাজারীতে আবেগঘন বিদায়


চট্টগ্রামের হাটহাজারীর আলমপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠাকালীন সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদেরও বিদায় জানানো হয়।

রোববার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে গেলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সহকারী শিক্ষিকা সৈয়দা ফৌজিয়া নাছরীন শারমিন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক সৈয়দা ফৌজিয়া নাছরীন শারমিন বলেন, দীর্ঘ ৩৭ বছর তিনি এই বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি সবসময় তাদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার চেষ্টা করেছেন বলে জানান তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন মোহাম্মদ মনসুর আলী।

সহকারী শিক্ষক জোবাইদাতুল খোবরার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক কোহিনুর বেগম।

অন্যদের মধ্যে আলমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিলকিছ আকতার, সহকারী শিক্ষক মোছাম্মৎ কামরুন নাহার, নাছিমা আকতার, শওকত আরা ইয়াছমীন, আরিফুর রহমান, সরওয়ার জাহান ও ফাহমিদা আক্তার অনুষ্ঠানে বক্তব্য দেন।