সাতকানিয়ায় ৫ ডিসেম্বর ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পাবে ৩ হাজার মানুষ


চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৫ ডিসেম্বর চরতি ইসলামিক সেন্টারের উদ্যোগে এবং ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চের সহযোগিতায় স্থানীয় আল হেলাল মহিলা মাদ্রাসায় এই ক্যাম্প হবে।

আয়োজকরা জানান, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই ক্যাম্পে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রায় তিন হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও পরামর্শ নিতে পারবেন।

ক্যাম্পে সেবা দিতে উপস্থিত থাকবেন বিভিন্ন বিভাগের ৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসক। সেখানে শিশু, হৃদরোগ, বক্ষব্যাধি, নাক-কান-গলা, চক্ষু, নিউরো মেডিসিন, লিভার, কিডনি, পরিপাকতন্ত্র, ডায়াবেটিস, হরমোন, চর্ম, প্রসূতি ও স্ত্রীরোগ, বাত-ব্যথা, প্যারালাইসিস এবং দন্ত রোগের চিকিৎসা দেওয়া হবে।

এছাড়া সেবাগ্রহীতাদের জন্য বিনামূল্যে ইসিজি, আল্ট্রাসনোগ্রাম, ডায়াবেটিস পরীক্ষা, ইউরিন টেস্ট, ব্লাড সুগার টেস্ট ও ফিজিওথেরাপির সুযোগ থাকবে।

আয়োজক প্রতিষ্ঠানের আহ্বায়ক মুহাম্মদ ফোরকানুল ইসলাম বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার হলেও জেলা-উপজেলা শহর থেকে দূরে হওয়ায় চরতির মানুষ কাঙ্ক্ষিত সেবা পায় না। সেই বাস্তবতা থেকেই স্থানীয় যুবক ও তরুণদের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে।

সেবা নিতে আগ্রহীদের আগামী ২ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নির্ধারিত কেন্দ্র থেকে বিনামূল্যে ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।