
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. নাজমুল হাসান। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
প্রশাসন ক্যাডারের ৩৭তম ব্যাচের এই কর্মকর্তা এর আগে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে জ্যেষ্ঠ সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি টাঙ্গাইলের গোপালপুরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে জানিয়েছেন।
গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে দেশের আট বিভাগে ১৫৮ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করে। ওই আদেশের অংশ হিসেবেই নাজমুল হাসানকে রাঙ্গুনিয়ায় পদায়ন করা হয়।
একই আদেশে রাঙ্গুনিয়ার বিদায়ী ইউএনও মো. কামরুল হাসানকে চট্টগ্রামের দিয়ারা অপারেশনের চার্জ অফিসার হিসেবে বদলি করা হয়েছে।
