‘মানবিক রাঙ্গুনিয়া’ গড়ার অঙ্গীকারে প্রচারণায় ইকবাল হাছান


চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হাছান ‘মানবিক রাঙ্গুনিয়া’ গড়ার অঙ্গীকার নিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। মঙ্গলবার সকাল থেকে উত্তর রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন তিনি।

রাণীরহাট এলাকায় গণসংযোগ শেষে এক পথসভায় অ্যাডভোকেট ইকবাল হাছান বলেন, বৈষম্যহীন, সাম্যভিত্তিক, মানবিক ও সম্প্রীতিময় রাঙ্গুনিয়া গড়াই তার লক্ষ্য।

এর আগে গত শুক্রবার রাহাতিয়া দরবার জিয়ারতের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এরপর থেকে নিয়মিত হাটবাজার, মসজিদ, মাদ্রাসা ও গ্রামে গ্রামে গিয়ে মোমবাতি প্রতীকে ভোটারদের সমর্থন চাইছেন তিনি।

মঙ্গলবার দিনব্যাপী প্রচারণার অংশ হিসেবে তিনি ধামাইরহাট ও ইসলামপুর এলাকায় গণসংযোগ করেন। এ সময় পেয়ার মোহাম্মদ চৌধুরী বাড়ির হজরত শাহসুফী মাওলানা আহসানুল্লাহ (রহ.) ও বাছুর মোহাম্মদ পাড়ার হজরত রাজ্জাক আলী শাহ (রহ.)-এর মাজার জিয়ারত করেন তিনি।

পরে ইসলামপুর খলিপাড়া, গাবতল বাজার, মঘাইছড়ি বাজার, কাউখালী রাস্তার মাথা, বহরাতল, বেতছড়ি ও জঙ্গল বগাবিলীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে রাণীরহাট বাজারে দিনের প্রচারণা শেষ করেন।

স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও লিফলেট বিতরণের মাধ্যমে তার প্রচারণা আরও গতিশীল হয়েছে বলে জানিয়েছেন দলের স্থানীয় নেতাকর্মীরা।