
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা হত্যার উদ্দেশ্যে তাকে গুম করেছিলেন। হায়াত ছিল বলেই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। জনগণের দোয়া ও বরকতে গণতন্ত্রের বিজয় হয়েছে এবং ফ্যাসিস্ট হাসিনা ও তার দলের পতন হয়েছে।
বুধবার সকালে নিজ নির্বাচনী এলাকা কক্সবাজারের পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী বাকশালী গোষ্ঠী দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তবে বিএনপি প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। রাজনীতিতে তারা গণতান্ত্রিক ও সংযত মনোভাব পোষণ করতে চান।
তিনি আরও বলেন, দেশে গণতন্ত্রের মার্কা হচ্ছে ধানের শীষ। আর ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। গুম, হত্যাসহ দেশের সব অপরাধের বিচার হবে। তারা শান্তি ও দেশের অগ্রগতি চান।
দীর্ঘ প্রায় ১৪ বছর পর নিজের গ্রামে ফিরে বুধবার দিনভর পেকুয়া উপজেলার শীলখালী, টৈটং, রাজাখালী ও বারবাকিয়া ইউনিয়নে গণসংযোগ করেন সাবেক এই যোগাযোগ প্রতিমন্ত্রী। এ সময় তাকে এক নজর দেখতে সড়কের দুই পাশে হাজারো নারী-পুরুষ ভিড় করেন। দলীয় নেতাকর্মীরা বিশাল গাড়িবহর নিয়ে তার সঙ্গে ছিলেন।
দিনের কর্মসূচির শুরুতে সকালে সাঁকোরপাড় স্টেশনে প্রথম নির্বাচনী পথসভা করেন তিনি। এরপর শীলখালী স্কুল স্টেশন, কাচারীমুড়া স্টেশন, বারবাকিয়া বাজার, টৈটংয়ের ধনিয়াকাটা স্টেশন, বনকানন বাজার ও টৈটং বাজারে পথসভা ও গণসংযোগ করেন। সবশেষে রাজাখালী ইউনিয়নের আরবশাহ বাজার ও সবুজ বাজারে গণসংযোগ শেষে পথসভায় বক্তব্য দেন।
সমাবেশে স্থানীয়দের উদ্দেশ্যে সালাহউদ্দিন আহমেদ বলেন, আপনারা তাকে ভালোবাসেন বলেই তার অনুপস্থিতিতে তার স্ত্রী হাসিনা আহমেদকে বিপুল ভোটে বিজয়ী করেছিলেন। একইভাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
গণসংযোগকালে সালাহউদ্দিন আহমেদের স্ত্রী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ, পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক জেড এম মোসলেম উদ্দিনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
