রাউজানে পরিবার পরিকল্পনা কর্মীদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি


পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রস্তাবিত নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামের রাউজানে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মাঠপর্যায়ের কর্মীরা। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী ১১ ডিসেম্বরের মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে তারা বৃহত্তর ও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। সরকার সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এই কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

বক্তারা বলেন, ২০২৪ সালের প্রস্তাবিত নিয়োগবিধি বাস্তবায়ন পরিকল্পনা কর্মীদের ন্যায্য অধিকার। এটি দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।

কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিবার পরিকল্পনা পরিদর্শক অশোক বড়ুয়া ও রূপক চক্রবর্ত্তী, পরিবার কল্যাণ সহকারী নাসরিন সুলতানা ও সাথী মুৎসুদ্দী এবং পরিবার পরিকল্পনা পরিদর্শিকা তাসমিয়া আনোয়ার।