রাউজানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সুন্নি জোট প্রার্থী ইলিয়াস নূরী


চট্টগ্রামের রাউজানের কদলপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন সুন্নি জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মোমবাতি প্রতীকের নেতা অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী। বৃহস্পতিবার দুপুরে তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ, শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এর আগে গত মঙ্গলবার রাতে উপজেলার কদলপুর ইউনিয়নের ভোমরপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।

বৃহস্পতিবার দুপুরে ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে যান অধ্যক্ষ নূরী। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের হাতে সহায়তা তুলে দেন।

সহায়তা প্রদানকালে অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী বলেন, যেকোনো অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে ইবাদত আর নৈতিক দায়িত্ব। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিপদে পড়া মানুষকে উদ্ধার করাই হচ্ছে ভালো মানুষের পরিচয়। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ভবিষ্যতেও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় কদলপুর ইউনিয়ন ইসলামী ফ্রন্টের সদস্য সচিব কায়সার পারভেজ চৌধুরী, ফ্রন্ট নেতা আবুল জলিল, মাওলানা শাহাদাত আলম, আবুল হাসান হারকানি, মোহাম্মদ জাফর, যুবনেতা ওয়াসিম আকরাম, রবিউল হোসাইন সুমন, হামিদুল ইসলাম, মুহাম্মদ ইয়াসিন আরফাত ও রাউজান ছাত্রসেনার সভাপতি কাজী কায়েস উদ্দিন উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে ইউনিয়ন ছাত্রসেনার সভাপতি ডা. ফারহান উদ্দিন, দিলশাদ আরফাত, জাহেদুল ইসলাম, কাজী মুহাম্মদ আসিফসহ স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।