
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন ও শহীদের আত্মত্যাগের বিনিময়ে গণতন্ত্রের বিজয় হয়েছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনে জনগণ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
বৃহস্পতিবার সকালে নিজের জন্মভূমি কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ফুলতলা স্টেশনে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
সাবেক এই যোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, ভোটাধিকারের জন্য দেশের মানুষ রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে। এর ফলেই ফ্যাসিবাদের পতন হয়েছে এবং শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন। আগামী নির্বাচন একটি ঐতিহাসিক ও শক্তিশালী নির্বাচন হবে, যার মাধ্যমে গণতান্ত্রিক, সাংবিধানিক ও মানবাধিকার প্রতিষ্ঠিত হবে।
বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচির কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছেন। এর মধ্যে কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ দেওয়া হবে, যার মাধ্যমে তারা ঋণ ও ন্যায্যমূল্যে কৃষি উপকরণ পাবেন। এছাড়া সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘হেলথ কার্ড’ এবং নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে।
ফ্যামিলি কার্ডের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, পরিবারের জ্যেষ্ঠ নারীর হাতে এই কার্ড থাকবে। এর মাধ্যমে ওই পরিবার প্রতি মাসে ন্যায্যমূল্যে অথবা বিনামূল্যে চাল, ডাল, সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পাবে। প্রাথমিক পর্যায়ে ৫০ লাখ থেকে এক কোটি পরিবারকে এই কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথা জানান তিনি।
বৃহস্পতিবার দিনভর পেকুয়ার মগনামা ও উজানটিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন সালাহউদ্দিন আহমেদ। এদিন তিনি দুই ইউনিয়নে মোট সাতটি পথসভায় বক্তব্য দেন। সকালে মগনামায় মাওলানা জাফর আহমদ মজিদি এবং সাবেক সংসদ সদস্য মাহমুদুল করিম চৌধুরীর কবর জিয়ারত করেন তিনি।
গণসংযোগকালে মগনামা ইউনিয়নের রঙিখালের পূর্বকূল এবাদুল্লাহ পাড়ায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন বিএনপি নেতা। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং পর্যায়ক্রমে সবাইকে সহায়তার আশ্বাস দেন।
বিকেলে উজানটিয়া ইউনিয়নের কবির আহমদ স্টেশন, করিমদাদ মিয়ার জেটিঘাট, গুদারপাড় ও সোনালী বাজারে গণসংযোগ করেন তিনি। সর্বশেষ সন্ধ্যায় পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ মাঠে এক পথসভায় বক্তব্য দেন। প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হতে দেখা যায় অনেক স্থানীয় বাসিন্দাকে।
এ সময় সালাহউদ্দিন আহমেদের স্ত্রী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ, পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, মগনামা ইউনিয়ন বিএনপির সভাপতি ফায়সাল চৌধুরী, উজানটিয়া বিএনপির সভাপতি রেজাউল করিম মিন্টুসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সারাদিন চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চল মাতামুহুরী সাংগঠনিক উপজেলার বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করবেন সালাহউদ্দিন আহমেদ।
