জেলেদের জন্য বিশেষ তহবিলের প্রতিশ্রুতি এনসিপি নেতার


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রামের রাউজানে জেলে সম্প্রদায়ের সঙ্গে উঠান বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের জলদাস পাড়া গ্রামে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট এবং জেলেদের জীবনমান উন্নয়নসহ নির্বাচনের নানা বিষয় নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান আসনে এনসিপির মনোনয়নপ্রত্যাশী জাহিদুল করিম বাপ্পি।

উঠান বৈঠকে জাহিদুল করিম বাপ্পি বলেন, জলদাস পাড়ার মানুষের জীবিকা, শিক্ষাব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে এনসিপি কাজ করবে। তিনি জেলেদের আর্থ-সামাজিক উন্নয়নের ওপর জোর দেন।

ক্ষুদ্র মৎস্যজীবীদের জন্য বিশেষ সহায়তা তহবিল গঠনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, জেলেদের নাগরিক অধিকার, কর্মসংস্থান ও নিরাপদ মৎস্য আহরণ নিশ্চিত করা হবে। এ সময় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে তাদের প্রত্যাশা ও সমস্যার কথা শোনেন।

বৈঠকে অন্যদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির উত্তর জেলা সদস্য আরমান হোসাইন এবং রাউজান উপজেলার সংগঠক জাহাঙ্গীর আলম, শামসুল আলম ও মোহাম্মদ কাদের খান উপস্থিত ছিলেন।