
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, দেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলতে কোনো কথা নেই। সব সম্প্রদায়ের মানুষ সমান অধিকার ভোগ করবে।
বৃহস্পতিবার দিনব্যাপী লোহাগাড়ার আধুনগর ইউনিয়নে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি।
আধুনগর ইউনিয়নের মা-বোনদের কাছে অতীতের মতো এবারও ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চেয়ে শাহজাহান চৌধুরী বলেন, অতীতে আপনারা আমাকে ভোট দিয়ে দুইবার সংসদে পাঠিয়েছেন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও আমাকে ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন।
বিগত সরকারের আমলে নির্যাতনের বর্ণনা দিয়ে সাবেক এই হুইপ বলেন, আমি বড় মজলুম। কারাগারে থাকায় আমার মায়ের কবরটা পর্যন্ত দিতে পারিনি। আমার বাসায় অভিযানের নামে বারবার আক্রমণ করা হয়েছে। আমাকে না পেয়ে স্বৈরাচারী সরকারের পুলিশ বাহিনী আমার একমাত্র ভাগিনাকে তিনতলা থেকে ফেলে হত্যা করেছে।
গণসংযোগকালে লোহাগাড়া জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা নুরুল হোছাইন, বর্তমান আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি অধ্যক্ষ আ ন ম নোমান, লোহাগাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি রফিক দিদার, আধুনগর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল কাদের ও সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম ছানুভী উপস্থিত ছিলেন।
এছাড়া স্থানীয় ইউপি চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দীন, আধুনগর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম ও হেলাল উদ্দিন আযাদসহ দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
