ক্ষেতে যাওয়ার পথে ট্রেনের নিচে পড়ে প্রাণ গেল কৃষকের


চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে উজ্জ্বল তালুকদার নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

৫০ বছর বয়সী উজ্জ্বল তালুকদার কালিয়াইশ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দেবেন্দ্র তালুকদারের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জানান, গ্রামের লোকজনের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে উজ্জ্বলের খণ্ড-বিখণ্ড দেহ রেললাইনে পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে, মাঠের কাজে যাওয়ার সময় অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটেছে।

সাতকানিয়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মং ইউ মারমা বলেন, কালিয়াইশ এলাকায় একজন ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। খবর পাওয়ার পরপরই বিষয়টি চট্টগ্রাম রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

মং ইউ মারমা আরও জানান, ঘটনার সময় বেশ কয়েকটি ট্রেন সাতকানিয়া অতিক্রম করেছে। তাই ঠিক কোন ট্রেনে কাটা পড়ে ওই কৃষকের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।