
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটসহ ৫ দফা দাবিতে চট্টগ্রামে আট দলের সমাবেশে যোগ দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সাতকানিয়া উপজেলা জামায়াত ও ছাত্রশিবির। শুক্রবার লালদীঘি মাঠের এই সমাবেশে সাতকানিয়া থেকে অন্তত ১৫ হাজার নেতাকর্মী যোগ দেবেন বলে জানিয়েছে দলটি।
শুক্রবার জুমার নামাজের পর লালদীঘি মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এটিই শেষ বড় সমাবেশ হতে পারে। নির্বাচনী আচরণবিধির কারণে ভবিষ্যতে বড় শোডাউন করার সুযোগ সীমিত থাকায় এই আয়োজনকে তারা গুরুত্বের সঙ্গে নিয়েছেন। সমাবেশ ঘিরে সাতকানিয়ার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
সমাবেশ সফল করতে গত কয়েক দিন ধরে সাতকানিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌর এলাকায় মাইকিং, ব্যানার-ফেস্টুন টাঙানো এবং লিফলেট বিতরণসহ গণসংযোগ চালানো হয়েছে।
সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল উদ্দিন বলেন, সমাবেশের জন্য তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। গ্রামগঞ্জে গণসংযোগ ও প্রস্তুতি সভা শেষ করা হয়েছে। সাতকানিয়া থেকে ১৫ হাজারের বেশি নেতাকর্মী সমাবেশে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, নেতাকর্মীদের যাতায়াতের জন্য শতাধিক বাসের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অনেকেই ব্যক্তিগতভাবে যাবেন। শৃঙ্খলা রক্ষায় পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। শুক্রবার সকাল ১০টা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে গাড়িগুলো চট্টগ্রামমুখী রওনা হবে। তবে সবচেয়ে বেশি গাড়ি ছাড়বে কেরানীহাট থেকে। এছাড়া চট্টগ্রাম শহরে অবস্থানরত সাতকানিয়ার কর্মীরাও সেখান থেকে সরাসরি সমাবেশে যোগ দেবেন।
আয়োজকরা জানান, সমাবেশে জামায়াতে ইসলামী ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতাকর্মীরা অংশ নেবেন।
