দেশে ফিরেই হাসপাতালে শাশুড়ির পাশে ডা. জুবাইদা রহমান


লন্ডন থেকে দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে গিয়ে অসুস্থ শাশুড়ি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

শুক্রবার বেলা ১১টা ৫৩ মিনিটের দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ডা. জুবাইদা। লন্ডন সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩ মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজে-৩০২) তিনি দেশের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জুবাইদা রহমান জরুরি বিভাগের লিফট ব্যবহার করে সরাসরি সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার কাছে যান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৭ নভেম্বর থেকে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা কার্যক্রম তদারকি করছে।

দীর্ঘদিন ধরে সাবেক প্রধানমন্ত্রী হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।