বাতাসে ক্ষতিকর উপাদান বেশি, বিএসআরএমকে অর্থদণ্ড


বায়ুদূষণের মাধ্যমে পরিবেশের ক্ষতি করার দায়ে চট্টগ্রামের বিএসআরএম স্টিল মিলস লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার শুনানি শেষে প্রতিষ্ঠানটির ওপর এই পরিবেশগত ক্ষতিপূরণ আরোপ করা হয়।

নগরীর নাসিরাবাদ শিল্প এলাকায় অবস্থিত এই কারখানাটি পরিদর্শন ও নমুনা পরীক্ষার পর বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জরিমানার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার (১ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তরের একটি দল কারখানাটি সরেজমিন পরিদর্শন করে। সে সময় কারখানার উৎপাদন কার্যক্রম চালু ছিল। পরিদর্শনের সময় সংগৃহীত বায়ুর মান চট্টগ্রাম গবেষণাগারে বিশ্লেষণ করা হয়। পরীক্ষায় দেখা যায়, বাতাসে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটারের (এসপিএম) উপস্থিতি ‘পরিবেশ সংরক্ষণ বিধিমালা-২০২৩’ অনুযায়ী গ্রহণযোগ্য মানমাত্রার চেয়ে বেশি।

এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার শুনানি শেষে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ২ লাখ টাকা পরিবেশগত ক্ষতিপূরণ আরোপ করা হয়।

আদেশে অভিযুক্ত কর্তৃপক্ষকে আগামী সাত দিনের মধ্যে জরিমানার টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ধোঁয়া নির্গমন হ্রাসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।