
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স শনিবার ঢাকায় আসছে। শুক্রবার কাতার দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাস সূত্র জানিয়েছে, জার্মানির এফএআই রেন্ট-এ-জেট জিএমবিএইচ-এর বোম্বারডিয়ার চ্যালেঞ্জার ৬০০ সিরিজের (সিএল-৬০) এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিমানটি ভাড়া করা থেকে শুরু করে যাবতীয় ব্যয় ও ব্যবস্থাপনার দায়িত্ব কাতার সরকার বহন করছে। এরই মধ্যে বিমানটির অবতরণের প্রয়োজনীয় অনুমতিও নেওয়া হয়েছে।
জানা গেছে, এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে জর্জিয়ার রাজধানী তিবলিসি হয়ে সরাসরি লন্ডনে যাবে। এর আগে খালেদা জিয়া কাতার সরকারের পাঠানো ‘এয়ারবাস ৩১৯’ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন গিয়েছিলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কারিগরি কিছু জটিলতার কারণে আগে নির্ধারিত সময়ে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি আনা সম্ভব হয়নি।
এদিকে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়টি সমন্বয় করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ইতোমধ্যে দেশে ফিরেছেন। দেশে ফিরেই তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখানে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ডের সুপারিশ এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশ যাত্রার জন্য অনুকূলে থাকলে রোববার (৭ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করতে পারেন।
