পটিয়ায় জামায়াতের উদ্যোগে চিকিৎসা পেলেন ৫০০ রোগী


চট্টগ্রামের পটিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ রোগী। শুক্রবার সকালে উপজেলার ছনহরা ইউনিয়নে এই চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ডা. ফরিদুল আলমের তত্ত্বাবধানে ছনহরা ইউনিয়ন জামায়াত চাটরা বরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্পের আয়োজন করে।

আয়োজকরা জানান, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই ক্যাম্পে মেডিসিন, হৃদরোগ, চর্ম, গাইনি ও শিশু রোগসহ বিভিন্ন বিষয়ে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দেন। পাশাপাশি রোগীদের তাৎক্ষণিক ডায়াবেটিস ও ইসিজি পরীক্ষা করার সুযোগ দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন ব্যাংকার্স ফোরাম চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি আখতার হোসাইন।

তিনি বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘ সময় ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। শুধু চিকিৎসা ক্ষেত্রে নয়, অন্যান্য ক্ষেত্রেও দলটি অবদান রাখছে। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে বেকার সমস্যা দূর করার পাশাপাশি চিকিৎসাসেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে জামায়াতে ইসলামী কাজ করবে।

ছনহরা ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. সাইফুদ্দীনের সভাপতিত্বে ক্যাম্পে প্রধান বক্তা ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নজরুল ইসলাম, নঈম উদ্দীন ও জয়নুল আবেদীন আয়াজ উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে সগির আহমদ, নাজিম উদ্দীন, বদিউল আলম সিকদার, ব্যাংকার সালাউদ্দিন মাসুম, সালাউদ্দিন আলমদার, মুবিনুল হক আলমদার, জয়নুল আবেদীন, ফজলুল হক, শফিকুল আলম, আনোয়ার আলমদার, মোজাম্মেল হক, মইনুল হক, আহমদ নুর, মোহাম্মদ আজম, জুনাইদ বোগদাদি ও হাসান সওদাগর অনুষ্ঠানে বক্তব্য দেন।