
জনগণের কাছে একটি ‘চাকরি’ চাইতে ভোটের মাঠে নেমেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। তিনি বলেছেন, এই চাকরির মালিক জনগণ। তারা মনে করলেই কেবল তাকে এই পদে নিয়োগ দিতে পারেন।
শুক্রবার রাতে রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় উপলক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়।
হুম্মাম কাদের চৌধুরী বলেন, আপনারা যদি মনে করেন আপনাদের জন্য ভালো সেবা দিতে পারব, তাহলে আমাকে এই চাকরিতে নিয়োগ দেবেন। তবে আমি এই চাকরি শুধুমাত্র পাঁচ বছরের জন্য চাই না। যতদিন বেঁচে আছি, ততদিন যেন এলাকার মানুষের সেবা করতে পারি—সেই লক্ষ্য নিয়েই মাঠে নেমেছি।
মাদককে দেশের অন্যতম বড় সমস্যা হিসেবে উল্লেখ করে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের বলেন, মাদকের সঙ্গে কারা জড়িত তা আপনারা জানেন, কিন্তু বলতে সাহস পান না। বিএনপি ক্ষমতায় এলে জনগণ শক্তি পাবে এবং তখন অপরাধীদের চিহ্নিত করার সাহস আপনাদের হবে।
রাঙ্গুনিয়ায় পাহাড় কাটা, ফসলি জমি ভরাট এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যাগুলোর কথা তুলে ধরে তিনি নেতাকর্মীদের এসব সমস্যা তালিকাভুক্ত করার নির্দেশ দেন। তিনি বলেন, সমস্যাগুলো এখন থেকেই লিপিবদ্ধ করা হচ্ছে, যাতে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া যায়।
লালানগর ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলী মেম্বারের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আইনজীবী কামাল হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি ইউসুপ চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম মুরাদ চৌধুরী, উত্তর জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি ভিপি আনসুর উদ্দিন এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী।
মোহাম্মদ ইয়াকুব ও সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সরফভাটা ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি এম রফিকুল ইসলাম, সাহেদ কামাল তালুকদার, এম কামাল উদ্দিন মাস্টার, ইসমাইল হোসেন, কামাল উদ্দিন মেম্বার, ফারুকুল ইসলাম, আইনজীবী এহসানুল হক, এম এইচ সুমন ও হেলাল আহমেদ বক্তব্য দেন।
পরে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
