রাঙ্গুনিয়ায় হেলথ সেন্টার চালু করলেন ডা. রেজাউল


চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এ টি এম রেজাউল করিম বলেছেন, রাঙ্গুনিয়ার মানুষ যেন চিকিৎসার জন্য কষ্ট না পায়, সেটাই তার মূল লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে উপজেলার প্রতিটি ইউনিয়নে ফ্রি হেলথ সেন্টার চালু করার ঘোষণা দিয়েছেন তিনি।

শুক্রবার সকালে উপজেলার লালানগর ইউনিয়নে একটি নতুন হেলথ সেন্টার উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

সকাল ১০টার দিকে লালানগর ইউনিয়নের চতজ্যা পাড়া বায়তুস সালাম জামে মসজিদ কমপ্লেক্সে এই হেলথ সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্যোক্তারা জানান, এই সেন্টার থেকে প্রতি সপ্তাহে দুই দিন বিশেষজ্ঞ চিকিৎসকরা স্থানীয়দের বিনামূল্যে চিকিৎসাসেবা দেবেন।

উদ্বোধন শেষে ডা. রেজাউল করিম দক্ষিণ রাজানগর রাজাভূবন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত একটি ফ্রি মেডিকেল ক্যাম্পে যোগ দেন। সেখানে ২৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি দল দিনব্যাপী প্রায় দুই হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করে।

অনুষ্ঠানে ডা. রেজাউল করিম বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া তার দায়িত্ব ও প্রতিশ্রুতি। রাঙ্গুনিয়ার স্বাস্থ্যসেবা ভবিষ্যতে তার নেতৃত্বেই আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।