
চট্টগ্রামের পটিয়ায় একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম প্রতিষ্ঠার বিষয়টি বর্তমান অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টার নজরে আনা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়ক মো. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই।
শুক্রবার রাতে পটিয়ার আমজুরহাট এলাকায় ‘পূর্ব পেরলা একতা সংঘ’ আয়োজিত তৃতীয় অল-নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফিতা কেটে ও আতশবাজি ফুটিয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন পটিয়া নিউরন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাদাত হোসেন।
এনসিপি নেতা সাজ্জাদ হোসেন বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি তরুণদের মধ্যে শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তোলে। যুবসমাজকে মাদক ও নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
পূর্ব পেরলা একতা সংঘের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডা. মো. আরাফাত চৌধুরী, ডা. মো. রাকিবুল হাসান, ব্যবসায়ী মো. সিরাজুল ইসলাম রাসেল, নুকুল হাকিম, হাফেজ ওমর ফারুক, আরিফুল ইসলাম, সিরাজুল ইসলাম সাগর ও দক্ষিণ জেলা এনসিপি নেতা মীর মনছুর ইসলাম।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ফেলকন ফুটবল দল ও গাউছিয়া হারবাংগিরি স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র থাকায় ফলাফল টাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত টাইব্রেকারে ২-১ গোলে ফেলকনকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয় গাউছিয়া হারবাংগিরি।
