হাটহাজারীতে বিয়ের বৈঠকে তর্কের জেরে খুন, আসামি গ্রেপ্তার


চট্টগ্রামের হাটহাজারীতে বিয়ে উপলক্ষে আয়োজিত পারিবারিক বৈঠকে (পানসল্লা) তর্কের জেরে এক মুক্তিযোদ্ধার সন্তানকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় জসিম উদ্দিন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে নিহতের ভাই কামরুল বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় হত্যা মামলাটি দায়ের করেন। গ্রেপ্তার জসিম উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট এলাকার মন্দাকিনী গ্রামের মুসা সওদাগর বাড়ির মৃত ইব্রাহিমের ছেলে।

নিহত রবিউল ইসলাম বাবু (৪২) একই এলাকার বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৯টার দিকে মন্দাকিনী এলাকায় একটি বিয়ের পারিবারিক বৈঠক চলছিল। সেখানে সামাজিক বিষয় নিয়ে রবিউল ইসলাম বাবু ও জসিম উদ্দিনের মধ্যে কথা কাটাকাটি হয়। বৈঠক শেষে জসিম চাকু দিয়ে বাবুকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় উত্তেজিত জনতা ঘাতক জসিমকে ধরে গণপিটুনি দেওয়ার চেষ্টা করলে পুলিশ ও র‍্যাব-৭ এর সদস্যরা তাকে চাকুসহ আটক করে।

হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী বলেন, নিহতের ভাই বাদী হয়ে শনিবার সকালে মামলা করেছেন। মামলার পর গ্রেপ্তার দেখিয়ে জসিমকে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সেলিম জাহাঙ্গীর আলম জানান, ময়নাতদন্ত শেষে শনিবার সন্ধ্যা ৭টার দিকে নাজিরহাট কলেজ মাঠে জানাজা শেষে রবিউলের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।