
সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে দীর্ঘদিনের দ্বৈত প্রশাসনিক সীমাবদ্ধতা দূর হয়েছে এবং সুপ্রিম কোর্ট প্রথমবারের মতো পূর্ণ প্রশাসনিক ও আর্থিক স্বায়ত্তশাসন লাভ করেছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
শনিবার চট্টগ্রামের রেডিসন ব্লু বে-ভিউ হোটেলের কনফারেন্স কক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে আয়োজিত ‘অপারেশনালাইজিং কমার্শিয়াল কোর্ট’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, এর ফলে বিচার বিভাগ এখন নিজস্বভাবে পদসৃজন, বাজেট বরাদ্দ, প্রশিক্ষণ উন্নয়ন ও নীতিমালা প্রণয়নসহ বিচার সংস্কারকে দীর্ঘমেয়াদি এবং টেকসই ধারা হিসেবে এগিয়ে নেওয়ার সক্ষমতা অর্জন করেছে। গত দেড় বছরে সম্মিলিত প্রচেষ্টা ও সাংবিধানিক স্বচ্ছতার ভিত্তিতে বিচারব্যবস্থায় যে মৌলিক রূপান্তর সাধিত হয়েছে, তা দেশের বিচারিক ইতিহাসে এক মাইলফলক এবং এর মাধ্যমে বিচার বিভাগ এক নতুন প্রাতিষ্ঠানিক যুগে প্রবেশ করেছে।
বাণিজ্যিক আদালত প্রসঙ্গে তিনি বলেন, এই আদালত প্রতিষ্ঠা দেশের অর্থনীতির জন্য নতুন দিগন্তের উন্মোচন করবে। ব্যবসায়িক সম্প্রদায়ের পক্ষ থেকে দ্রুত ও আধুনিক বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির জন্য একটি বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছিল, যা শিগগিরই বাস্তবে রূপ নিতে যাচ্ছে।
এদিকে একই ভেন্যুতে ইউএনডিপি ও আইন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ‘জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিনেন্স ২০২৫’ শীর্ষক আরেকটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মারুফ আল্লাম বলেন, নতুন জারি হওয়া জাতীয় মানবাধিকার কমিশন আইনে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও পুলিশসহ সব বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করার ক্ষমতা প্রদান করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, আগের আইনে কমিশনের ভূমিকা ছিল কেবল পরামর্শক প্রতিষ্ঠানের। কিন্তু এখন এটিকে একটি কার্যকর তদন্তকারী প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়েছে।
মানবাধিকার অর্ডিনেন্স প্রণেতা ব্যারিস্টার তানিম হোসাইন শাওন বলেন, নতুন আইনে মানবাধিকার কমিশনকে শক্তিশালী করা হয়েছে। এতে ৩০ দিনের মধ্যে প্রাথমিক অনুসন্ধান এবং ৬০ দিনের মধ্যে অভিযোগের তদন্ত নিষ্পত্তি করার বিধান রাখা হয়েছে। এছাড়া অনুমতি ছাড়াই কমিশনের চেয়ারম্যান বা কমিশনাররা যেকোনো প্রতিষ্ঠানে ঝটিকা সফর (সারপ্রাইজ ভিজিট) করতে পারবেন এবং আর্থিক জরিমানা করার ক্ষমতাও তাদের দেওয়া হয়েছে।
সেমিনারে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রোমানা সোয়েভার এবং সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক বক্তব্য দেন।
